Holy Land School
আপডেট
Headmaster's Message

সম্মানিত অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ,

আসসালামু আলাইকুম।

‘হলি ল্যান্ড স্কুল’ উত্তরবঙ্গের একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। সুস্থ, সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য হলি ল্যান্ড স্কুল একটি আদর্শ প্রতিষ্ঠান। মূল শিক্ষার পাশাপাশি সহশিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় এ প্রতিষ্ঠানে। সুস্থ বিনোদন, শরীর চর্চা, সৃজনশীলতা, নৈতিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা গড়ে তুলেছি-প্রশস্ত খেলার মাঠ, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব এবং সায়েন্স ল্যাব। পাশাপাশি রয়েছে ক্লাবভিত্তিক অনুশীলন। যেমন: স্পোর্টস ক্লাব, সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব ইত্যাদি।

করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের পড়াশুনা চালু রাখার জন্য অনলাইনে আমরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিয়েছি। এরপরেও শিক্ষার্থীদের করোনাকালীন লেখাপড়ায় যে সামান্য দুর্বলতা রয়ে গেছে, তা পূরণের জন্য আমরা করোনা পরবর্তী সময় থেকে নিয়মিত ক্লাসের বাইরে Revisional Study Program (RSP) নামক বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি। এ প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীদের ক্লাসের পড়াগুলো হাতে-কলমে শিখিয়ে দেওয়া, যা প্রাইভেট/টিউশন-এর বিকল্প। এজন্য হলি ল্যান্ড স্কুলের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট/টিউশন-এ পড়তে হয় না।

আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, শিক্ষার্থীরা শুধু ভালো ছাত্র নয়, বরং আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠবে। শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিকতা, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে সুশিক্ষা প্রদানের মাধ্যমে সৎ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবন্ধ। আপনাদের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনায়-

প্রধান শিক্ষক
হলি ল্যান্ড স্কুল, দিনাজপুর।