সম্মানীয় সুধী ও অভিভাবকবৃন্দ,
সালাম ও শুভেচ্ছা নিন। আপনারা জেনে খুশি হবেন যে, দিনাজপুর তথা উত্তরাঞ্চলের অভিভাবকগণের দীর্ঘদিনের চাহিদা ও প্রত্যাশা পূরণের প্রয়োজনে হলি ল্যান্ড কলেজ-এর বিশেষ তত্ত্বাবধানে ও পরিচালনায় দিনাজ পুর শহরে ২০১৯ইং শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে প্রযুক্তি সহায়ক আধুনিক উপকরণ সমৃদ্ধ হলি ল্যান্ড স্কুল, দিনাজপুর। কোমলমতি শিশুদের মেধাবিকাশে এ শিক্ষা প্রতিষ্ঠানটি হলি ল্যান্ড কলেজের মতোই উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। একদল তরুণ, উদ্যমী, আন্তরিক, স্নেহশীল ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণের নিবিড় পরিচর্যায় শিশু শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নানা সৃজনশীল ও উৎসাহব্যঞ্জক কর্মকাণ্ডে যুক্ত করে তাদেরকে দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দানে সক্ষম-আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা নিরন্তর পরিশ্রম ও প্রয়াস চালিয়ে যাচ্ছি।
দিনাজপুর তথা উত্তরাঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকগণসহ সবার ঐকান্তিক সহযোগিতা ও সুপরামর্শ আমরা আন্তরিকভাবে কামনা করছি। সকলের মঙ্গল কামনায়-
(সৈয়দ সায়েম আহমেদ মিঠু)
সভাপতি
হলি ল্যান্ড স্কুল
দিনাজপুর।
OUR ADDRESS
Holy Land School